জাতীয়

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে”— বেলকুচি থানায় মতবিনিময় সভায় আশ্বাস

আশিকুল ইসলাম,

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ খ্রিষ্টাব্দ উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেলকুচি থানার প্রাঙ্গণে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম এর উদ্যোগে ও সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন— বেলকুচি উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার অমৃত নারায়ণ দেবসহ উপজেলার ৭৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে।

ওসি মোঃ শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বেলকুচি সার্কেল এএসপি হুমায়ুন কবির বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”

সভায় পূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে ছিল— বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিশেষ ব্যবস্থা, মণ্ডপে প্রবেশে শৃঙ্খলা বজায় রাখা, এবং নেশাজাতীয় দ্রব্য ব্যবহারকারীদের কঠোর নজরদারির আওতায় আনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button