কর্মবিরতির মধ্যেও পরীক্ষায় দায়িত্ব পালন শিক্ষকদের

অভিশেখ চন্দ্র রায়,
ঠাকুরগাঁও প্রতিনিধি:
সারাদেশে চলছে এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি। বিভিন্ন দাবিতে সকালে কর্মবিরতি পালন করলেও সোমবার (১৩ অক্টোবর)দুপুরে চলমান ডিগ্রি পরীক্ষায় শিক্ষকেরা দায়িত্ব পালন করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে।
সোমবার বিকেলে সরেজমিনে পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানাযায়, চলমান ডিগ্রি ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ৪৬৭ জন অংশগ্রহণ করলেও আজকের পরীক্ষায় ৮ জন অনুপস্থিত রয়েছে।
পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য আহসানুল কবির বলেন, আজকে সারাদেশে এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিতদের কর্মবিরতি চলছে। এর মাঝেও আমাদের পরীক্ষা নিচ্ছে হচ্ছে।কারণ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপার।
স্থানীয়রা বলছেন এ কেমন কর্মবিরতি যে সকালে ক্লাস বর্জন আর বিকেলে পরীক্ষায় দায়িত্ব পালন?
এ বিষয়ে রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাই আমরা দায়িত্ব পালন করতে পারি।