জাতীয়

রাজশাহীবাসীর নির্ভরযোগ্য ভ্রমণসঙ্গী হতে চায় ‘রাজ্য ইন্টারন্যাশনাল ট্রাভেলস’

মোঃতানজিলুল ইসলাম লাইক,

রাজশাহী জেলা প্রতিনীধি:

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ভ্রমণ ও পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘রাজ্য ইন্টারন্যাশনাল ট্রাভেলস’।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টায় মহানগরীর নিউ মার্কেটের চান সুপার মার্কেটের তৃতীয় তলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ওই ট্রাভেল এজেন্সি উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষক ড. মোকাররম হোসেন মন্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সৈয়দ আশিকুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান তুহিন, পদ্মা ওয়েল কোম্পানির ডিলার ও বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আনাম এবং হাইস্কুল শিক্ষক গোলাম সরোয়ার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সাত্তার।

প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন—চেয়ারম্যান সৈয়দ মনিরুজ্জামান জনি, কো-চেয়ারম্যান খালেদা খানম, ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সাত্তার, জেনারেল ম্যানেজার সৈয়দ আশিকুজ্জামান রনি, ডিরেক্টর অব অপারেশনস সৈয়দ নুরুজ্জামান হিমেল, সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম সাজু।

এসময় আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম ওদুদ, মোখলেছুর রহমান মোখলেস, ব্যবসায়ী সলিমুল্লাহ, আক্কাশ মেম্বার, সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “বর্তমান সময়ে ভ্রমণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ভ্রমণে সঠিক দিকনির্দেশনা ও নির্ভরযোগ্য সেবা অত্যন্ত জরুরি। রাজ্য ইন্টারন্যাশনাল ট্রাভেলস রাজশাহীর মানুষকে সেই মানসম্পন্ন সেবা দিতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।”

সভাপতির বক্তব্যে সৈয়দ আশিকুজ্জামান রনি বলেন, “আমাদের লক্ষ্য কেবল টিকিট বিক্রি নয়, বরং গ্রাহকের ভ্রমণকে সহজ, নিরাপদ ও স্মরণীয় করে তোলা। রাজ্য ইন্টারন্যাশনাল ট্রাভেলস গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।”

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি যাত্রীদের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান টিকিট বুকিং, ভিসা প্রসেসিং (পর্যটন, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা), হোটেল বুকিং, হজ ও উমরাহ সেবা, এবং দেশি-বিদেশি ট্যুর প্যাকেজসহ একাধিক সেবা প্রদান করবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, “আমরা গ্রাহকদের জন্য এমন একটি সেবা দিতে চাই যেখানে থাকবে স্বচ্ছতা, নিরাপত্তা ও পেশাদারিত্ব। রাজ্য ইন্টারন্যাশনাল ট্রাভেলস রাজশাহীবাসীর জন্য নির্ভরযোগ্য ট্রাভেল পার্টনার হয়ে উঠবে—এটাই আমাদের লক্ষ্য।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button