রাজশাহীতে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের চার হ্যাকার গ্রেফতার

মোঃতানজিলুল ইসলাম লাইক,
রাজশাহী জেলা প্রতিনীধি:
রাজশাহী বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামে ০৯ অক্টোবর বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশের সম্মিলিত একটি টিম।
গ্রেফতারকৃত হ্যাকাররা হলো ১। মোঃ জুবায়ের হাসান শিশির (২১), ২। মোঃ জাহিদ হাসান সিজান (১৯) ও ৩। মোঃ শরিফুল ইসলাম সিজান (৩৪), ৪। মোঃ রতন আলী (২৫)। মোঃ জুবায়ের হাসান শিশির ও মোঃ জাহিদ হাসান সিজান রাজশাহী বাঘা থানাধীন আশরাফপুর গ্রামের মোঃ ফারুক হোসেন লিটনের ছেলে, মোঃ শরিফুল ইসলাম সিজান একই গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র এবং মোঃ রতন আলী বাঘা উপজেলারখানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়,
০৮ অক্টোবর দিবাগত রাত ০০:০১ টা হতে সকাল ০৬:০০ টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে এ বিকাশ, ইমো (সাইবার) হ্যাকার চক্রের চারজন সদস্য গ্রেফতার হয়। গ্রেফতারকৃত হ্যাকারদের হেফাজত হতে নগদ ১,৪৮,৮২৫/-টাকা, ১১ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট, ১৬টি সিম কার্ড ও ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেরার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। এরি ধারাবাহিকতায় রাজশাহী জেলা পুলিশ, র্যা ব ও সেনাবাহিনীর সম্মিলিত অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা রুজু হয়েছে।