জাতীয়

তামাক চাষ বন্ধে রাজশাহীতে লফস’র মানববন্ধন

মোঃতানজিলুল ইসলাম লাইক,

রাজশাহী জেলা প্রতিনীধি:

“কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর মিয়াপাড়া এলাকার বরেন্দ্র কলেজের সামনে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশাল ওয়েলফেয়ার (লফস)-এর আয়োজনে এবং এইড ফাউন্ডেশন-এর সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী মহানগরের সচিব মো. ফারুক হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিজমিতে তামাক চাষ বৃদ্ধি পাওয়ায় মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তাই প্রতিটি পরিবারকে তামাকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে তামাকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, রানীবাজার বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সেকেন্দার হোসেন, লফস-এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন ও মুক্তা সরকার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ, বরেন্দ্র কলেজের শিক্ষার্থী এবং পিনাকল স্টাডি হোমের শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তামাক চাষ বন্ধ ও খাদ্য নিরাপত্তা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button