জাতীয়

কুষ্টিয়া সদর উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাসিম উদ্দীন

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১৭ বছর পর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গত ১৩ই সেপ্টেম্বর ।

সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ এবং প্রার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সকাল ১০:৩০মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই সম্মেলনে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও কুষ্টিয়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা কর্মী উপস্থিত ছিলেন। আনন্দে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই সম্মেলন কার্যকারিতা সম্পন্ন হয়।

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদ ক গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা তাদের প্রচারণা জোরদার মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম শুরু হয় ।

সভাপতি, সাধারণ সম্পাদকের, সাংগঠনিক পদে গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী লক্ষ্য করা যায়, এবং সেই সাথে নতুনদের মুখও দেখা যায় নির্বাচনে প্রার্থীরা।

এ সময় ভোটাররা বলে যে তারা তাদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবে।

এক্ষেত্রে দেখা গেছে যে, সভাপতি পদপ্রার্থী তিনজন রয়েছেন, তার মধ্যে হলেন ছাতা প্রতীকে ইসমাইল হোসেন মুরাদ, চেয়ার প্রতীকে অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম ডাবলু ও গরুর গাড়ি প্রতীকে আবু বকর সিদ্দিক।

সাধারণ সম্পাদক পদে ৩ জন পদপ্রার্থী, তার মধ্যে মই প্রতীকে শহিদুজ্জামান খোকন, চাকা প্রতীকে জাহিদুল ইসলাম বিপ্লব ও আনারস প্রতীকে মোহাম্মদ শহিদুজ্জামান শিপন।

সাংগঠনিক সম্পাদক পদপার্থী ৭ জন তারমধ্যে ২ জন পদপ্রার্থী নির্বাচন প্রত্যাহার করেন। আর যে ৫ জন নির্বাচন করেন তারা হলো, কাপ পীরিচ প্রতীকে আলমগীর হোসেন, মোমবাতি প্রতীকে জিহাদুজ্জামান জিকু, ফুটবল প্রতীকে এস, আর শিপন খান পদপ্রার্থী, টিউবওয়েল প্রতীকে আবু দাউদ পদপ্রার্থী, ও হরিণ প্রতীকে সাইদুল ইসলাম বিশ্বাস প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ সকল প্রার্থীরা ভোটারদের নিকটে গিয়ে ভোট প্রার্থনা করেন।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম মধ্য দিয়ে গতিশীল হবে, এবং আগামী জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক সংগঠন শক্তি হবে এবং আরো মজবুত হবে বলে আশা করছি।

তারই ধারাবাহিকতায় সভাপতি পদপ্রার্থীদের হিসেবে জয়যুক্ত পেয়েছেন ছাতা প্রতীকে ইসমাইল হোসেন মুরাদ,এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়যুক্ত হয়েছেন জাহিদুল ইসলাম বিপ্লব ও আনারস প্রতীকে, সাংগঠনিক সম্পাদক পদে জয় পেয়েছেন দুইজন, একজন হলো মোমবাতি প্রতীকে জিহাদুজ্জামান জিকু, আর একজন হলো কাপ পীরিচ প্রতীকে আলমগীর হোসেন।

এই সয়ম উপস্থিতিতে ছিলেন নির্বাচন কমিশনার প্রধান এ্যাডভোকেট আব্দুল মজিদ, বিএনপি খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের। সকলের সর্বসম্মতি অনুমতি নিয়ে নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button