জাতীয়

ঈশ্বরদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিয় সভা

মোঃ রাকিব বিশ্বাস

পাবনা ঈশ্বরদী,

পাবনার ঈশ্বরদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী থানার ওসি আ. স. ম আব্দুন নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পুলিশ পরিদর্শক আব্দুল আল মামুদ ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন , পাকশি ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, রূপপুর ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক গনেশ সরকার, বারোয়ারী মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডুসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকবৃন্দ।

এছাড়া মতবিনিময় সভায় উপজেলার প্রতিটি পূর্জা মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ বছর ঈশ্বরদী উপজেলায় ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button