ঈশ্বরদী

নার্সের ভুল সিদ্ধান্তে,অবহেলা এবং অদক্ষতার কারণে এক নব জাতকের মৃ’ত্যু

রাকিব বিশ্বাস , ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদীতে নার্সের ভুল সিদ্ধান্ত, অবহেলা আর অদক্ষতার কারনে নবজাতক শিশুর মৃ/ত্যু

 

পাবনার ঈশ্বরদীতে নার্সের ভুল সিদ্ধান্ত, অবহেলা আর অদক্ষতার কারনে নবজাতক শিশুর মৃত‍্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঈশ্বরদী পৌরসভার দক্ষিণ নারিচা ভাটা পাড়া এলাকায় রুমা আক্তার স্বর্নালী নামে এক নার্সের বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে এ ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও ঘটনাটি জানাজানি হয় শুক্রবার। ওইদিন বিকালে গণমাধ‍্যমকর্মীদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। অভিযুক্ত নার্স রুমা আক্তার একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। এ ঘটনা জানাজানির পর তাকে সেখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে।

 

ঈশ্বরদী পৌরসভার পাতিলাখালী এলাকার সিয়াম আহমেদের স্ত্রীর প্রসব বেদনা উঠলে পূর্ব পরিচিত নার্স রুমা আক্তারের সাথে যোগাযোগ করেন তারা। পরে নার্স রুমার কথামত তার স্ত্রীকে কোন হাসপাতালে না নিয়ে ওই নার্সের বাড়িতে নেওয়া হয়। এরপর সেখানে সন্তান প্রসব করানোর পর নবজাতকের কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তাৎক্ষণিক ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নবজাতকের মাথার পেছনের দিকে একটি রক্তাক্ত ক্ষত চিণ্হের মত অস্বাভাবিক কিছু দেখা গেছে। একারনে নার্স রুমা আক্তারের অদক্ষতার কারনেই নবজাতকের মৃত‍্যু হয়েছে বলে দাবি করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নার্স রুমা আক্তার বলেন, নবজাতক জন্মের আগেই মারা গিয়েছিল। ওই নারী মৃত সন্তান প্রসব করেন, এতে তার কোন দোষ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button