ঈশ্বরদীতে ইজারা দ্বন্দ্বে গোলাগুলি: মানববন্ধনে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন গুলিবিদ্ধ ২ যুবকের পরিবার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে পদ্মনদীর নৌ চ্যানেলের ইজারা দ্বন্দ্বে গত ৬ অক্টোবর গোলাগুলির ঘটনায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন সজিব (২৫) ও নিজাম (২৬)। বর্তমানে তারা ঢাকা মহাখালী বক্ষব্যাধী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সাড়াঘাট ক্যানেলপাড়া এলাকায় নদীপাড়ের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত পরিবারের সদস্যরা কাঁদতে কাঁদতে আহত যুবকদের জন্য ন্যায্য বিচার দাবি করেন।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, পদ্মার নৌ চ্যানেলের ইজারা বৈধ হলেও সন্ত্রাসীরা প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে গোলাগুলি চালিয়েছে। তারা দাবী করেন, নবাগত ইউএনও মোঃ মনিরুজ্জামান বিষয়টি যথাযথভাবে দেখছেন না এবং তার অপসারণ করা হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি ইতিমধ্যে নৌ-পুলিশ ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরই টহল দল মোতায়েন করা হয়েছে এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।