ঈশ্বরদীতে আইকে রোডের খানাখন্দে ভরা যেন এই রাস্তাটি দেখার কেউ নেই

পাবনা ঈশ্বরদী প্রতিনিধি
মোঃ রাকিব বিশ্বাস
পাবনার ঈশ্বরদী উপজেলার আইকে রোডের বেহাল দশা, খানাখন্দে ভরা যেন এই রাস্তাটি দেখার কেউ নেই ।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব মোড় রূপপুর যাওয়ার একমাত্র রাস্তা আইকে রোড
এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী, প্রাণ কোম্পানির শ্রমিক, পাকশি ইপিজেটের শ্রমিক, খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল, স্বপ্নদ্বীপ রিসোর্টের কর্মকর্তা ও কর্মচারী, সোনালী ,অগ্রণী কৃষি ব্যাংকের কর্মকর্তা , গ্রীন সিটির ব্যবসায়ী ও কর্মচারীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা,ধান চাতাল,ও বিভিন্ন অটো রাইস মিলের শ্রমিকরা,
পিডিবির (নেসকো) কর্মকর্তা কর্মচারীরা ,রূপপুর প্রকল্পের শ্রমিক সহ হাজার হাজার রাশিয়ান নাগরিকরা এ রাস্তা দিয়ে অবাধে চলাচল করে । আই কে রোডের বড়ই চড়া ,জয়নগর শিমুলতলা মোড়ের সোনালী ও কৃষি ব্যাংকের সামনের রাস্তাটি এতই খারাপ হয়েছে, সেখানে প্রতিদিনই অটো সহ পাওয়ারটলী উলটে যাচ্ছে, এতে পথচারী আহত ও মালামালের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে ।
জেলা প্রশাসক পাবনা, প্রকল্প পরিচালক ,রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট,সড়ক ও জনপথের প্রকৌশলী, ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ সরকারের দায়িত্বপ্রাপ্ত সকলের সুদৃষ্টি কামনা করেছেন রাস্তাটি দীর্ঘদিন যাবত খানাখন্দে ভরা দিন দিন ভোগান্তি বেড়েই যাচ্ছে অতিসত্বর খানাখন্দে ভরা সড়কটির মেরামতের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন ঈশ্বরদী উপজেলার আই কে রোডের ভুক্তভোগী জনসাধারণ ।