জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজশাহীতে লফস’র মানববন্ধন

“কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর মিয়াপাড়া বরেন্দ্র কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশাল ওয়েলফেয়ার (লফস)। সহযোগিতা করে এইড ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের সচিব মো. ফারুক হোসেন।
বক্তারা বলেন,
“কৃষিজমিতে তামাক চাষ বৃদ্ধি পাওয়ায় মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, ফলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তাই তামাক চাষ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, রানীবাজার বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সেকেন্দার হোসেন, লফস-এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন ও মুক্তা সরকার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ, বরেন্দ্র কলেজের শিক্ষার্থী ও পিনাকল স্টাডি হোমের শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তামাক চাষ বন্ধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।