জাতীয়

দূর্গাপূজায় অনুদানের নামে প্রতারনা: সংবাদ প্রকাশের পর খোঁয়া যাওয়া টাকা ফেরত পেলেন ৩৬ পরিবার

মোঃরাকিব বিশ্বাস

পাবনা জেলা প্রতিনিধি:

সংবাদ প্রকাশের পাবনার ঈশ্বরদীতে আসন্ন দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীর হতদরিদ্র ৩৬ পরিবার থেকে অনুদানের নামে খোঁয়া যাওয়া টাকা ফেরত পেয়েছে ভুক্তভোগীরা। উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র হাতিয়ে নিয়েছিলেন হতদরিদ্র ৩৬ পরিবার থেকে ২১ হাজার ৬ শত টাকা।

সোমবার(২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পরিষদ চত্বরে ভুক্তভোগীদের ডেকে
এ টাকা ফিরিয়ে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মনিরুজ্জামান। এসময় খোঁয়া যাওয়া টাকা ফেরত পেয়ে আনন্দে উচ্ছাস প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে মুঠোফোনে দূর্গাপূজায় অনুদান দেওয়ার আশ্বাসে বাঘইল দাশপাড়া গ্রামের ৩৬ টি হতদরিদ্র পরিবার থেকে ২১ হাজার ৬ শত টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। পরে “অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” এমন শিরোনামে কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের বিভিন্ন মহলে।

 

পরে পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলামের নির্দেশনায় নবাগত ইউএনও মোঃ মনিরুজ্জামানের তত্বাবধানে উপজেলা পরিষদের তহবিল থেকে ভুক্তভোগী ৩৬ টি পরিবারকে ডেকে তাদের খোঁয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি প্রতারনা মামলা দায়ের হয়েছে। প্রতরকদের গ্রেপ্তারে কাজ করছে প্রশাসনের বিশেষ টিম।

খোঁয়া যাওয়া টাকা ফেরত পেয়ে নিজের আনন্দ প্রকাশ করে কয়েকজন বলেন, সাংবাদিকদের সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে প্রশাসন। আমাদের কষ্টে উপার্জিত টাকা ফেরত দিয়েছেন নতুন ইউএনও মহোদয়। আমরা অনেক খুশি।

 

এ ব্যাপারে ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, “দূর্গাপূজায় অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি।

 

পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে তাদের খোঁয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হচ্ছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দাশ বলেন, এ ঘটনায় থানায় একটি প্রতারনা মামলা হয়েছে। প্রতারকদের গ্রেপ্তারে প্রশাসন যৌথভাবে কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button