জাতীয়

কুষ্টিয়ায় পারভেজ মাজমাদারকে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান

কুষ্টিয়া প্রতিনিধি :

 

খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় কুষ্টিয়ার সাংবাদিক পারভেজ মাজমাদারকে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় কুষ্টিয়া শহরের এন.এস. রোডস্থ পরিমল টাওয়ারের ৪র্থ তলায় জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, খুলনা জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু জাফর লাল, বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ শিহাব উদ্দিন রুবেল, যশোর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাগর হোসেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এস.এম. রেদুওয়ান, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হামিদুজ্জামান জলিল এবং কোষাধ্যক্ষ আব্দুল আলিম।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, “সাংবাদিক জাতির বিবেক—এই বিবেককে সবসময় জাগ্রত রাখতে হবে। অন্যায়ভাবে কোনো সাংবাদিকের ওপর নির্যাতন বা হয়রানি হলে আমরা তা সহ্য করব না; সঙ্গে সঙ্গেই প্রতিহত করা হবে।” তিনি আরও বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়; এটি সামাজিক দায়বদ্ধতার প্রতীক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে।

আলোচনায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হামলা বা হেনস্তার ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হামিদুজ্জামান জলিল বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পারভেজ মাজমাদার নিজেই। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে অন্যায়ভাবে কেউ আমাদের হয়রানি করার সাহস পাবে না। সাংবাদিকদের উচিত সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করা এবং সমাজের অন্যায়-অবিচার লিখনীর মাধ্যমে তুলে ধরা।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল খন্দকার। বক্তারা পারভেজ মাজমাদারের নেতৃত্বগুণ ও সাংবাদিকতায় অবদানের প্রশংসা করেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

সমাপনীতে স্থানীয় সাংবাদিক সমিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বাস্তব কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button