ঈশ্বরদীতে নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন

মোঃ রাকিব বিশ্বাস
পাবনা জেলা প্রতিনিধী,
আজ (বুধবার,(১০ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য
পদোন্নত প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক
সুবীর কুমার দাশ ফিতা কেটে, ফলক উন্মোচন এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান,
সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বিউল্লা মানিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন একাডেমী সুপারভাইজার আরিফ সহ অন্যান্য ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, ঠিকাদার মীর সৈকত আলী, সাংবাদিক সেলিম সরদার, ওহেদুজ্জামান টিপু, ইয়াসিন আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।